সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০২১
ছাতক প্রতিনিধি :: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে ফেইসবুকে পোস্ট করার অপরাধে ছাতকে ডিজিটাল নিরাপত্তা আইনে ছদরুল ইসলাম সাজু (২২) নামের এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে রোববার (১৮ এপ্রিল) সাজুর বিরুদ্ধে এমন অভিযোগ এনে ছাতক থানার এসআই মহিন বাদি হয়ে মামলা (নং -২০) দায়ের করেন।
সাজু ছাতক পৌর শহরের রহমতবাগ এলাকার বাসিন্দা। এঘটনায় জিবরান আহমদ নামের আরেকজনকে আসামি করা হয়েছে।
জানা যায়, গত ৪ এপ্রিল) ছাতক থানায় হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক সমর্থকদের হামলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে গত শনিবার রাতে ছদরুল ইসলাম সাজুকে আটক করা হয়। পরে তার ফেইসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে দেয়া স্ট্যাটাস পাওয়া যায়। পরবর্তীতে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ছাতক থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম জানান, প্রাথমিকভাবে সাজুর ফেইসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রমাণ পাওয়া গেছে। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd