সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৪৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : গোয়াইনঘাট উপজেলার চারগ্রামস্থ লামাদুমকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে ৪৯ বোতল বিদেশী মদসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী টিকেন্দ্র ওরপে টসরকে (৬৫)। সে উপজেলার চারিগ্রামের মৃত জীবন দাশের ছেলে।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোয়াইনঘাট থানার ৯ নম্বর ওয়ার্ডের চারগ্রামস্থ লামাদুমকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালায়। শুক্রবার দুপুরে র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এসময় অভিযানে অংশ নেন মেজর মো. শওকাতুল মোনায়েম, সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন, সহকারী পুলিশ সুপার (এএসপি) সোমেন মজুমদার এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) আফসান-আল-আলম।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd