পরকীয়ার জেরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে হত্যা

প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২১

পরকীয়ার জেরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে হত্যা

Manual8 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : পরকীয়ার জেরে দিনাজপুরের পার্বতীপুরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামী শাহাজাদা হোসেনের (৪০) গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে স্ত্রী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পৌর শহরের চান্দোয়াপাড়া গ্রামে।

Manual7 Ad Code

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠিয়েছে। আটক করা হয়েছে ঘাতক স্ত্রী শরিফা বেগমকে (৩৫)।

নিহত শাহাজাদা হোসেন টাঙ্গাইলের দেশ বাংলা অটো রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। তিনি পৌর শহরের চান্দোয়াপাড়ার মৃত জহির উদ্দিনের ছেলে।

Manual1 Ad Code

জানা যায়, দেড় বছর আগে রামপুর ইউনিয়নের ভোটগাছ গ্রামের শফিকুল ইসলামের মেয়ে শরিফা বেগমের সঙ্গে বিয়ে হয় শাহাজাদার। শাহজাদা টাঙ্গাইল দেশ বাংলা অটো রাইস মিলে চাকরি করার সুবাদে পরকীয়ায় জড়িয়ে পড়ে শরিফা।

Manual6 Ad Code

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শাহাজাদা বাড়িতে পৌঁছে। সকালে নাস্তার টেবিলে সুযোগ বুঝে স্ত্রী শরিফা বেগম সুজির সঙ্গে ঘুমের ট্যাবলেট মিশিয়ে দেয়। ট্যাবলেট মিশ্রিত সুজি খেয়ে শাহজাদা কিছুক্ষণ পর ঘুমের কোলে ঢলে পড়েন। এ সুযোগে স্ত্রী শরিফা বেগম স্বামীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে।

Manual1 Ad Code

পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, এ ঘটনায় নিহতের ভাই পার্বতীপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ স্ত্রী শরিফা বেগমকে গ্রেফতার করে থানায় নিয়েছে। প্রাথমিক জবানবন্দিতে শরিফা ঘটনার সত্যতা স্বীকার করেছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..