সিলেটে পিকআপে যাত্রী বহন, মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের

প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০২১

সিলেটে পিকআপে যাত্রী বহন, মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের

Manual4 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেট-সুনামগঞ্জ সড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ। মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে এ সড়কের জালালাবাদ থানাধীন ঘোপাল নামক স্থানে পিকআপ উল্টে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

নিহত ফখর উদ্দিন (৬০) জালালাবাদ থানার হায়দরপুর গ্রামের মৃত ছইফুল আলীর ছেলে। এ ঘটনায় দিলার হোসেন (৩৮) নামের একজন গুরুতর আহত হয়েছেন। তিনি একই গ্রামের আব্দুল মন্নানের ছেলে।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা থেকে এক ক্ষুদেবার্তায় জানানো হয়, মঙ্গলবার বিকেল পৌনে ৬টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের জালালাবাদ থানাধীন ঘোপাল নামক স্থানে একটি পিকআপ গাড়ির চালক গাড়িটি বেপরোয়া গতিতে চালিয়ে অন্য একটি গাড়িকে ওভারটেকিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় গাড়ির উপরে থাকা ফখর উদ্দিন ও দিলার হোসেন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ফখর উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত দিলার হোসেন বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।

Manual4 Ad Code

পিকআপ গাড়ির চালক বিশ্বনাথ থানাধীন লামাকাজী বাজারে মাছ বিক্রয় শেষে গাড়িতে পথযাত্রী উঠিয়ে মোগলাবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলো বলে পুলিশ জানায়। তবে পিকআপ গাড়ির চালকের সন্ধান পাওয়া যায়নি।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..