লঞ্চডুবি : আরও ২১ জনের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২১

লঞ্চডুবি : আরও ২১ জনের মরদেহ উদ্ধার

Manual8 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চটি ১৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) সাড়ে ১২টায় উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করে।

Manual5 Ad Code

লঞ্চের ভেতর থেকে একের পর এক লাশ উদ্ধার করে উদ্ধারকারী দল। এসময় সেখান থেকে ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে লঞ্চডুবির ঘটনায় মোট ২৬ জনের লাশ উদ্ধার করা হলো।

Manual8 Ad Code

এরআগে একইদিন দুপুর ১২টায় দুইবার লঞ্চটিকে অর্ধেকের বেশি তোলা হলেও আবার ডুবে গেছে। তবে আশঙ্কা করা হচ্ছে ভেতরে আরো মরদেহ আটকে থাকতে পারে। এদিকে উদ্ধার কাজে অংশ নেয় কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সাভিসের সদস্যরা।

Manual3 Ad Code

নারায়ণগঞ্জ ফায়ার সাভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন লঞ্চ ও ২৬ জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, শীতলক্ষ্যা নদীতে রোববার (৪ এপ্রিল) সন্ধ্যার দিকে লঞ্চডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন পাঁচ নারীর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। এরমধ্যে সন্ধ্যায় এক তরুণীর মরদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..