করোনাভাইরাস মোকাবেলায় ওরস ও বারুণী মেলায় স্নানযাত্রা বন্ধ

প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২১

করোনাভাইরাস মোকাবেলায় ওরস ও বারুণী মেলায় স্নানযাত্রা বন্ধ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে তিন দিন ব্যাপী বার্ষিক ওরস মোবারক ও জাদুকাটা নদীর তীরবর্তী পণতীর্থে বারুণীমেলায় স্নানযাত্রা উৎসব বন্ধে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাংলাদেশ-ভারত সীমান্তের সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড়ের সাহিদাবাদে হযরত শাহ আরেফিনের (রহ.) আস্থানায় চলতি বছর ৯ এপ্রিল হতে ১১ এপ্রিল তিন দিন ব্যাপী বার্ষিক ওরস মোবারক ও রাজারগাঁও শ্রী অদ্বৈত আচার্যের জন্মধাম জাদুকাঁটা নদীতে একই সময়ে গঙ্গাস্নানযাত্রা মহোৎসব এবং বারুণীমেলা হওয়ার কথা ছিল।
প্রাচীন রীতি অনুযায়ী, প্রায় ৭০০ বছরের অধিক সময় ধরে তাহিরপুরে একই সময়ে তিন দিন ব্যাপী ওরস ও গঙ্গা স্নানযাত্রা মহোৎসব চলে আসছে। এতে দেশ-বিদেশের ৪-৫ লাখ পর্যটকের সমাগম ঘটে। তবে বিগ বছরের ন্যায় এই বছর দ্বিতীয় বারের মতো করোনাভাইরাস ঝুঁকি এড়াতে উৎসব দুটি সর্বসম্মতিক্রমে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে বুধবার সন্ধায় এ সংক্রান্ত এক জরুরী সভায় এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন জেলা প্রশাসন।
জরুরী সভায় দেশে কোভিড-১৯ করোনাভাইরাস দ্বিতীয় ধাপ মোকাবেলায় চলতি বছর (৯-১১ এপ্রিল) হযরত শাহ আরেফিন (রহ.) আস্থানায় বার্ষিক ওরস ও শ্রী অদ্বৈত আচার্যর জন্মধাম জাদুকাঁটা নদীর পণতীর্থে গঙ্গা স্নানযাত্রা মহোৎসক ও বারুণী মেলা বন্ধ, জেলাজুড়ে সব প্রকার গণজমায়েত বন্ধ, ওরস স্থল, অদ্বৈত আচার্যর জন্মধাম রাজারগাঁও, জাদুকাটা নদীর চর, গড়কাটি ইসকন মন্দির প্রাঙ্গণে গণজমায়েত বন্ধ, খাবারের রেষ্টুরেন্ট, খেলনা ও অন্যান্য সামগ্রীর দোকানপাঠ, গান বাজনার জন্য কাফেলাঘর ও যে কোন ধরণের অস্থায়ী স্থাপনা তৈরী বন্ধ রাখা, যানবাহন পার্কি’ং’র নামে কোন ষ্ট্যান্ড তৈরি না করা, ওরস ও স্নানযাত্রা মহোৎসবে এমনকি পর্যটন কেন্দ্র টাঙ্গুয়ার হাওর, টেকেরঘাট শহীদ সিরাজ লেক. জয়নাল আবেদীন শিমুল বাগান সহ জেলার সকল পর্যটন স্পটে দেশি বিদেশি অতিথি আগমন নিরুৎসাহিতকরণ বিষয়ে নানা সিদ্ধান্ত গৃহীত হয়।
বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েক লাখ দেশি-বিদেশি মানুষজনের গণজমায়েত রোধে ও করোনাভাইরাস দ্বিতীয় ধাপ মোকাবেলায় দুই ধর্মের প্রতিনিধিরাই মুলত ওই দুটি উৎসব বন্ধের সিদ্ধান্ত দিয়েছেন। তাই বার্ষিক ওরস, পণতীর্থে বারুণীমেলা এবং গঙ্গা স্নানযাত্রা উৎসব হচ্ছে না।
বুধবার সন্ধায় জরুরী সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, সিভিল সার্জন ডা: মো. শামস উদ্দিন,পৌর মেয়র নাদের বখত,জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, ২৮- বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ বিজিবি’র প্রতিনিধি, জেলার বিভিন্ন উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান,উপজেলা নির্বাহী অফিসারগণ সাংবাদিক, ইমাম মোয়াজ্জিন পরিষদ নেতৃবৃন্ধ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার নেতৃবৃন্ধ, তাহিরপুর রাজারগাঁও অদ্বৈত আচার্য জন্ম সংস্কার, সংরক্ষণ পণতীর্থে গঙ্গা স্নানযাত্রা মহোৎসব উদযাপন কমিটি, হযরত শাহ আরেফিন (রহ.) ’র আস্থানায় ওরস উদযাপন কমিটির নেতৃবৃন্ধ সহ জেলার সাংবাদিকগণ প্রমুখ উপস্থিত ছিলেন।,
প্রসঙ্গত দেশ স্বাধীনের পর প্রথম বারের মত কোভিড-১৯ প্রতিরোধে ২০২০ সালে ২১ হতে ২৩ মার্চ তিন দিন ব্যাপী হযরত শাহ আরেফিন (রহ.) আস্থানায় বার্ষিক ওরস মোবারক ও একই সময়ে রাজারগাঁও শ্রী অদ্বৈত আচার্যের জন্মধাম জাদুকাঁটা নদীতে পুর্ব নির্ধারিত গঙ্গাস্নানযাত্রা মহোৎসব এবং বারুণীমেলা দুই ধর্মের প্রতিনিধিগণের সিদ্ধান্ত ক্রমে জেলা প্রশাসন বন্ধ ঘোষণা করেন।,

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..