স্টাফ রিপোর্টার :: সিলেটে মাদক বিরোধী চলমান অভিযানে জৈন্তাপুরের দরবস্ত থেকে ২৮০ (দুইশত আশি) পিছ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম এর তত্ত্বাবধানে আজ রবিবার (২৬ জুলাই) বিকাল পাঁচ ঘটিকার সময় এসআই নিতাই লাল রায় এর নেতৃত্বে জৈন্তাপুর থানাধীন দরবস্ত এলাকায় অভিযান চালিয়ে আব্দুল খালিক প্রকাশিত কন্টাই (৩৬) কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত কন্টাই জৈন্তাপুর থানাধীন কলাগ্রামের বরকত উল্লাহর ছেলে। এসময় পুলিশ তার দেহ তল্লাশী করে তার হেফাজত থেকে ২৮০ (দুইশত আশি) পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করে।গ্রেফতারকৃত কন্টাই চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে এলাকায় জনশ্রুতি রয়েছে।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই নিতাই লাল রায় বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান জানান,মাদকের সাথে যুক্ত ব্যবসায়ী এবং সেবনকারী পরিবার ও সমাজের শত্রু। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সিলেট জেলা কে মাদক মুক্ত করতে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিবি উত্তর আজ জৈন্তাপুরে অভিযান চালিয়ে ২৮০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ একজন কে গ্রেফতার করে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এরকম অভিযান অব্যাহত থাকবে।
Sharing is caring!