সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের গোয়াইনঘাট থেকে ২৯০৩ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (২৫ জুলাই) উপজেলার আধারপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে রোববার (২৬ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তারকৃত হাসান আহমদ (২০) সিলেটের গোয়াইনঘাটের কুলুমছড়া গ্রামের প্রয়াত আব্দুস সাত্তারের ছেলে ও মো. সোহেল আহমদ একই উপজেলার মনাকান্দি গ্রামের ওসমান গণির ছেলে।
এদিকে, ৩৮০ পিস ইয়াবাসহ শনিবার (২৫ জুলাই) রাতে উপজেলার সুন্দরগ্রাম থেকে আরেক জনকে গ্রেপ্তার করা হয় বলে রোববার (২৬ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেপ্তারকৃত মনোয়ার হোসেন (২৬) সিলেটের কোম্পানীগঞ্জের দোরাকুলের হাবিবুল্লাহর ছেলে।
জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করেছে।
র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd