গোয়াইনঘাটে পুলিশের পৃথক অভিযানে মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০২০

গোয়াইনঘাটে পুলিশের পৃথক অভিযানে মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

Manual8 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন, মৌলভীবাজারের সদর উপজেলার নাজিরাবাদ এলাকার শবিজ মিয়ার ছেলে শিবুল মিয়া (২২)। সে দীর্ঘদিন থেকে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় একটি বাসা বাড়িতে বসবাস করতো। অপর আসামী উপজেলার শান্তিনগর এলাকার সিরাজুল ইসলামের ছেলে নাজমুল হক (৩০)।

Manual8 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই আব্দুল মন্নান, এএসআই মো. রুহুল আমিন ও এএসআই মো. তমিজ মিয়া অভিযান পরিচালনা করে জাফলং এলাকা থেকে ৫০০ গ্রাম গাজাসহ শিবুল মিয়াকে আটক করেন।

Manual5 Ad Code

পুলিশের অপর অভিযানে থানার এসআই মো. মতিউর রহমান, এএসআই মো. সালাহ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২২ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ আসামী নাজমুল হককে আটক করেন।

Manual3 Ad Code

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ দুই মাদক ব্যবসায়ী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত ব্যক্তিদের বিরোদ্ধে মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..