সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সিলেটের গোয়াইনঘাটে প্রতীকী মানব দেয়াল তৈরি করা হয়েছে। শনিবার বিকেল ৩টায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে বিছনাকান্দি জিরো পয়েন্ট এলাকায় প্রতীকী এ মানব দেয়াল তৈরি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী, সমাজ সেবা কর্মকর্তা আবু কাওসার, মৎস্য কর্মকর্তা আরেফিন ফাহিম, শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাষ্টার, রুস্তমপুর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন সিহাব, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়ক আজিজুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, সদস্য লুৎফুল হক, সুবাস দাস, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল, উপজেলা ছাত্রলীগ নেতা মারুফুল হাসান মারুফ ও স্থানীয় পাথর ব্যবসায়ী ফারুক আহমদ প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd