সিলেট জেলা হোটেল শ্রমিকের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২০

সিলেট জেলা হোটেল শ্রমিকের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

Manual5 Ad Code

সিলেট  :: বিশ্ব মহামারি করোনাভাইরাস দুর্যোগের এই বিপদের সময় নগরীর জেল রোডস্থ পানসীইন রেষ্টুরেন্টে থেকে গত ১০ জুলাই ৮/১০ জন শ্রমিকদেরকে বকেয়া পাওনা ও বেতন ভাতা এবং কোন ধরনের আইনী সুযোগ সুবিদা না দিয়ে তাৎক্ষনিক ভাবে চাকরি থেকে বিদায় করে দেওয়া হয়। এর প্রেক্ষিতে সিলেট জেলা হোলেট শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করা হয়। আজ ২৪ জুলাই মিছিলটি বিকাল ৪টা সময় নগরীর তালতলা পায়েন্ট থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

সিলেট জেলা হোলেট শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আরিফুল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক এম শফর আলী খানের পরিচালনায়,

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা হোলেট শ্রমিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক বিসয়ক সম্পাদক মো: বশির মিয়া, অর্থ সম্পাদক জাহেদ আহমদ, মহানগর কমিটির সহ সভাপতি মো: মুজ্জামেল আলী, সাংগঠনিক সম্পাদক মো: হারুন রশিদ , সহ প্রচার সম্পাদক মো: বিলাল তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অন্তর ইসলাম জাবেদ, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নিরব আহমদ, নগর মহিলা কমিটির সাধারণ সম্পাদক মোছা: রিনা খাতুন, এয়ার্পোট থানা কমিটির উপদেষ্টা মো: রাজু আহমদ, চাইনিজ রেষ্টুরেট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: কামাল আহমদ, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, হোলেট শ্রমিক নেতা মো: নানু মিয়া, মো: বারেক মিয়া, মো: নুরুল আমিন রণি, মো: মিজানুর রহমান, মো: সেলিম আহমদ, মো: তুজাম্মেল আলী, রাসেল আহমদ, মো: জাহাগীর আহমদ, প্রমুখ।

Manual3 Ad Code

সমাবেশে বক্তারা বক্তব্য বলেন,পবিত্র ঈদুল আযহার আগেই,নগরীর জেল রোডস্থ পানসীইন রেষ্টুরেন্টে থেকে ছাটাই কৃত শ্রমিকদের বকেয়া পাওনা সহ ঈদের পূর্ন বেতন বোনাস প্রধান করতে হবে। উল্লখ্য যে পানসীইন রেষ্টুরেন্টে থেকে ছাটাই কৃত শ্রমিকদের আইনী পাওনার বিষয়টি রেষ্টুরেন্টে কতৃক পক্ষ ও রোস্তোরা মালিক সমিতি সহ শ্রম আইন সংশ্লিষ্ট দপ্তরে জানানো সত্যেও এই বিষয়টি রেষ্টুরেন্টে কতৃক পক্ষ আজও সমাধান করেনী।

Manual1 Ad Code

এ নিয়ে সাধারণ শ্রমিকদের মাঝে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। বক্তারা আরোও বলেন, ঈদের আগেই অতিদ্রুত শ্রমিকদের আইনী অধিকারে পাওনা সমাধান না হলে, প্রয়োজনে কঠোর আনন্দোলনে কর্মসূচী দিতে বাধ্য হবো।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..