ডিবি পুলিশের অভিযানে গোয়াইনঘাট থেকে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২০

ডিবি পুলিশের অভিযানে গোয়াইনঘাট থেকে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেট জেলায় মাদক বিরোধী অভিযানে গতকাল রাতে গোয়াইনঘাটের জাফলং থেকে ইয়াবা সহ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা। সম্প্রতি পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম সিলেট জেলাকে মাদক মুক্ত করার পরিকল্পনায় জেলা ব্যাপী বিশেষ অভিযান শুরু করেন। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত এগার ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম এর তত্ত্বাবধানে এসআই নিতাই লাল রায় গোয়াইনঘাট থানাধীন রহমতপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সুমন মিয়া (২৪) কে গ্রেফতার করে।

Manual6 Ad Code

সে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানাধীন কাগাপাশা গ্রামের ইছাক আলীর ছেলে। বর্তমানে দীর্ঘদিন ধরে জাফলং গুচ্ছ গ্রাম এলাকায় বসবাস করে। গ্রেফতারের সময় পুলিশ তার হেফাজত থেকে ৫০ (পঞ্চাশ পিস) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।ইতিপুর্বে সে একাদিকবার মাদক সহ পুলিশের নিকট গ্রেফতার হয়েছিল। এ ঘটনায় এসআই নিতাই লাল রায় বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেছে।

Manual1 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান জানান, পুলিশ সুপার মহোদয় এর নির্দেশে জেলায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে গোয়াইনঘাটের জাফলং থেকে ইয়াবা সহ একজন কে গ্রেফতার করেছে ডিবি। সিলেট জেলায় মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এরকম অভিযান অব্যাহত থাকবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..