সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের জৈন্তাপুর ও ওসমানীনগর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম স্বাক্ষরিত আদেশে এই দুই থানায় নতুন ওসিদের দায়িত্ব প্রদান করা হয়।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, জৈন্তাপুর থানার ওসি শ্যামল বণিককে বদলি করে ওসমানীনগর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। আর জৈন্তাপুর থানায় ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মো. মহসিন আলমকে। তিনি আগে জেলা পুলিশের মাদকবিরোধী সেলের ইনচার্জ ছিলেন।
এর আগে, গত ১৩ জুলাই ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারককে জেলা পুলিশের বিশেষ শাখায় (এসবি) বদলি করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd