সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০
স্টাফ রিপোর্টার :: বিকাশ এজেন্ট নামধারি এক প্রতারকের কাছ থেকে টাকা উদ্ধার করেছে সিলেট কোতয়ালি থানা পুলিশ।
সোমবার দিবাগত রাতে টেলি কমিউনিকেশন’র মাধ্যমে এক অভিনব কায়দায় প্রতারকের কাছ থেকে উক্ত খোয়া যাওয়া টাকা উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানার সহকারি পুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্ত্তীর ঐকান্তিক প্রচেষ্টায় অভিযান চালিয়ে উক্ত টাকা উদ্ধার করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। তবে এ ঘটনায় জড়িত প্রতারককে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি এবং তাকে দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
থানা সুত্রে জানা যায়, গত ২৮জুন জনৈক মরিয়ম বেগম কলিকে বিভিন্ন নম্বর থেকে ফোন করে প্রতারনার মাধ্যমে তার বিকাশ একাউন্ট থেকে ৭২,৯০০/- টাকা নিয়ে যায় বিকাশ এজেন্ট নামধারী এক প্রতারক। পরে এই বিষয়ে তিনি কোতোয়ালি মডেল থানায় একটি জিডি দায়ের করেন।
পরবর্তীতে উক্ত জিডির তদন্তকারী অফিসার বিষয়টি সহকারি পুলিশ কমিশনার নির্মলেন্দু চক্রবর্ত্তীকে অবহিত করেন। পরে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করে ৪৫,৫০০/- টাকা উদ্ধার করে বাদীনিকে ফেরত প্রদান করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd