বন্যায় গোয়াইনঘাটের রাস্তা, এ যেন মৃত্যুকূপ

প্রকাশিত: ৩:২৩ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২০

বন্যায় গোয়াইনঘাটের রাস্তা, এ যেন মৃত্যুকূপ

Manual1 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটের বন্যা পরিস্থিতির উন্নতিতে ফুটে উঠেছে বন্যার ক্ষয়ক্ষতির বিভীষিকা। ক্ষতবিক্ষত চিত্রগুলো ভাবিয়ে তুলেছে সবাইকে। বিশেষ করে সড়ক যোগাযোগের ভয়ঙ্কর রূপ সবাইকে যেন তাক লাগিয়ে দিয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট দ্বিতীয় দফা বন্যায় এবার সড়ক যোগাযোগ ব্যবস্থা একেবারে চুরমার করে ফেলেছে। বিশেষ করে গোয়াইনঘাট-রাধানগর-জাফলং সড়কটির অবস্থার চিত্র ভয়াবহ। পাহাড়ি ঢলের সৃষ্ট বানের পানির তোড়ে ক্ষতবিক্ষত রূপ ধারণ করেছে গোয়াইনঘাট থেকে জাফলং পর্যন্ত ৮ কিলোমিটার দূরত্বের এ সড়কটিতে। এবারের বন্যায় ভয়াবহ ভাঙ্গন আর গর্তের কারণে গোয়াইনঘাটের সঙ্গে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। যোগাযাগ ব্যবস্থা কষ্টসাধ্য আর নাজুক হয়ে পড়ায় উপজেলার সঙ্গে ৩নং পুর্ব জাফলংয়ের সড়ক যোগাযোগ রক্ষায় পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ ভোগান্তি।

সড়কটিতে হাজার হাজার ছোটবড় গর্তের পাশাপাশি, পিচঢালাই উঠে গিয়ে বিভিন্ন স্থানের সড়কের মাটিও সরে বিশাল গর্তের সৃষ্টি করেছে। দেখলে মনে হবে যেন কোনো সড়ক নয় ফসলি জমি। চলাচলে বিপত্তি দেখা দেয়ায় মূল সড়ক বাদ দিয়ে ফুটপাথকে বিকল্প সড়ক ধরে চলছে মোটরসাইকেলসহ যানবাহন। গত ২৬শে মে এবং ২৬শে জুন দিবাগত রাতে দুই দফা আকস্মিক পাহাড়ি ঢলে গোয়াইনঘাট জুড়ে বন্যায় ব্যাপক ক্ষতি সাধিত হয়। বন্যায় কাঁচা বাড়িঘর, রোপিত ফসল, গবাদিপশুসহ উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থায় মারাত্মক ক্ষতিসাধন হয়। সিলেট-সারী-গোয়াইন, সিলেট-সালুটিকর-গোয়াইনঘাট সড়কে আংশিক ক্ষয়ক্ষতি সাধিত হলেও গোয়াইনঘাট-রাধানগর-জাফলং সড়কে মারাত্মক ভাঙন দেখা দিয়েছে। বন্যার পানির তোড়ে সড়কের বিভিন্ন স্থানে ব্রিজ, কালভার্ট সমূহের মাটি সরে গিয়ে ভয়াবহ গর্ত, ভাঙন তৈরি সাপেক্ষ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কটির পথিমধ্যে হুয়াউরা-শিমুলতলা এলাকায় একাধিক স্থানে সড়কে বিশাল বিশাল গর্ত তৈরি হয়েছে, কোথাও কোথাও ব্রিজের এপ্রোচের মাটি সরে গিয়ে মারাত্মক গর্ত ও ভাঙন দেখা দিয়েছে। সড়কের বিভিন্ন বড় বড় কর্দমাক্ত গর্তে মালামাল এবং পাথরবাহী যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ চরম দুর্ভোগ সৃষ্টি করছে। বন্যার পানির তোড়ে মারাত্মকভাবে সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়াতে ওই সড়কের ওপর দিয়ে ছোটবড় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হওয়ার পাশাপাশি জনসাধারণ চলাচলে পোহাতে হচ্ছে মারাত্মক দুর্ভোগ ভোগান্তি।

Manual7 Ad Code

এমতাবস্থায় বেড়ে যায় সড়টির ওপর দিয়ে চলাচলরত সিএনজিসহ ছোট ছোট যানবাহন ভাড়া। প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি না থাকায় সড়ক ভাঙা এমন অজুুহাতে সিএনজি চালকরা ওই সড়কের ওপর দিয়ে চলাচলরত যাত্রী সাধারণের কাছ থেকে ইচ্ছেমাফিক ভাড়া আদায় করছেন এমন অভিযোগ সড়কটি দিয়ে চলাচলরত যাত্রীদের। হিরা হোসেন নামের একজন যাত্রী জানান, একটু রাস্তা ভাঙার অজুহাত পেলেই এ সড়কের সিএনজির চালকরা ভাড়া বাড়িয়ে দেন। সদ্যসমাপ্ত বন্যায়ও সেই নীতি তারা ধরে রেখেছেন। যার যার থেকে যেমন খুশি তেমন ভাড়া আদায় করছেন চালকরা।

এ ব্যাপারে কথা হলে গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী রাসেন্দ্র চন্দ্র দেব বলেন, সড়কটির ব্যাপারে আমরা সরজমিনে পরিদর্শন করে প্রতিবেদন পাঠিয়েছি। আশা করা যায় কর্তৃপক্ষ দ্রুত সড়কটির সমস্যার সমধানে একটি ইতিবাচক উদ্যোগ নিবেন।

Manual4 Ad Code

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিব বলেন, পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত গোয়াইনঘাট রাধানগর-জাফলং সড়কের বেহাল দশা নিজে পরিদর্শন করে এখানকার নির্বাচিত সংসদ সদস্য সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে অবহিত করেছি।

Manual3 Ad Code

বিষয়টির স্থায়ী সমাধানে তিনি পরিকল্পনামাফিক উদ্যোগও নিয়েছেন। সড়কটির সংস্কার ও যানবাহনসহ জনসাধারণ চলাচলের উপযুক্তকরণে ১০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। আবহাওয়া একটু পরিবর্তন হলে কাজ শুরু হবে।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..