নগরীতে দিনে-দুপুরে ছিনতাইকালে জনতার হাতে আটক ২

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০

নগরীতে দিনে-দুপুরে ছিনতাইকালে জনতার হাতে আটক ২

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেট শহরতলীর আখালিয়া থেকে দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে জনতা। পরে পুলিশ এসে জনতার হাত থেকে তাদের উদ্ধার করে। এ সময় ছিনতাইকারীদের হেফাজতে থাকা ছিনতাই হওয়া ১টি স্যামসাং মোবাইল ফোন এবং ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত ১টি ধারালো ছুরি উদ্ধার করে পুলিশ। রবিবার দুপুর সাড়ে ১২টায় আখালিয়াস্থ বিজিবির সদর দপ্তরের সামনে এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

পুলিশ সূত্রে জানা গেছে, কুমারগাঁওস্থ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কর্মচারী মো. ছাইদুল ইসলাম পায়ে হেঁটে নিজ বাসা মদিনা মার্কেট যাওয়ার সময় ছিনতাইয়ের শিকার হন। রবিবার দুপুর সাড়ে ১২টায় যখন বাসায় ফিরছিলেন তখন ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইয়ের সাথে জড়িত দুই ছিনতাইকারীকে জনতা আটক করে। আটককৃত ছিনতাইকারীরা হলো টুকের বাজারের পীরপুর গ্রামের বুরহান উদ্দিনের ছেলে ইমন হোসেন (২০) ও গোলাপগঞ্জের খাইস্তগ্রামের আব্দুল করিমের ছেলে শহিদুল বারী (২৬)।

এসময় জালালাবাদ থানা পুলিশের টহল দল তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ১টি স্যামসাং মোবাইল ফোন ও ছিনতাইয়ে ব্যবহৃত ১টি ধারালো ছুরিও উদ্ধার করে পুলিশ।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..