সিলেটের দুই ল্যাবে আরও ৯০ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০

সিলেটের দুই ল্যাবে আরও ৯০ জনের করোনা শনাক্ত

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেটের দুই ল্যাবে আরও ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার (৫ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৪৭ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৪৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

Manual6 Ad Code

এ তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, রোববার ওসমানীতে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪৭ জনের করোনা শনাক্ত হয়।

Manual5 Ad Code

শনাক্ত হওয়াদের সকলে সিলেট জেলার এবং সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার রোগী বেশি শনাক্ত হয়েছে বলে জানান তিনি।

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৪৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। রোববার (৫ জুলাই) শাবির ল্যাবে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষায় এই ৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়।

Manual8 Ad Code

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এর সত্যতা নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জের ১৪৬টি ও সিলেটের ৪২টি নমুনা সংগ্রহ করা হয়।

Manual1 Ad Code

এই ১৮৮টির পরীক্ষা করা হলে ৪৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ৩৫ জন সুনামগঞ্জ ও ৮ সিলেট জেলার বাসিন্দা বলে জানান তিনি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..