সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : ‘শিলং তীর’ নামক জুয়া খেলার অভিযোগে সিলেটে দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ টাকা ও তীর খেলার স্লিপ। পুলিশের দাবি আটককৃত দুইজন ‘শিলং তীর’ জুয়ার এজেন্ট।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট নগরীর বাদামবাগিচার একটি দোকানের ভেতর থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, গোপালগঞ্জ উপজেলার কোটালিপাড়া থানার বান্ধাবাড়ির গোলাম আলীর ছেলে মাছুম (২৭) ও সুনামগঞ্জ জেলার দিরাই থানার ভাটিপাড়ার মানিক মিয়ার ছেলে আলী হোসেন (২৬)। মাছুম সিলেট নগরীর ইলাশকান্দি ৮২/২ নম্বর বাসা ও আলী হোসেন বাদামবাগিচার ৩৫/৩ নম্বর বাসায় ভাড়া থাকে।
তাদের কাছ থেকে ‘শিলং তীর’ জুয়া খেলার ১২ হাজার ২৩৫ টাকা, ২টি মোবাইল ফোন ও জুয়া খেলার স্লিপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সিলেট এয়ারপোর্ট থানায় মামলা দায়ের হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd