মা-বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত এম এ হক

প্রকাশিত: ৪:২১ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০২০

মা-বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত এম এ হক

Manual7 Ad Code

বালাগঞ্জ প্রতিনিধি :: বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি, বালাগঞ্জের কৃতি সন্তান, প্রবীণ রাজনীতিবিদ এম এ হকের দ্বিতীয় জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার রাত সাড়ে সাতটায় বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের কলুমা গ্রামস্থ নিজ বাড়িতে দ্বিতীয় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হয়েছে প্রবীন এই রাজনীতিবিদকে।

Manual5 Ad Code

সবার প্রিয়জন “হক সাব”কে শেষ বিদায় জানাতে জনতার উপচেপড়া ভীড় লক্ষ্য করা যায় কলুমা গ্রামের বাড়িতে। শুরু থেকেই স্বাস্থবিধি মেনে সারিবদ্ধ হওয়ার জন্য বলা হলেও আবেগ আপ্লুত মানুষজন তাদের প্রিয় মানুষকে শেষ বিদায় জানাতে গিয়ে তা যেনো ভূলেই গিয়েছিলেন।

এসময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, মরহুমের ছেলে ব্যারিষ্টার রিয়াশাদ আজিম হক, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান, উপজেলা বিএনপি নেতা আলাউদ্দিন রিপন, দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম নজম, বিএনপি নেতা আব্দুল হাদী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু, আওয়ামীলীগ নেতা মইনুল ইসলাম সালেহ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

উল্লেখ্য, শুক্রবার (৩ জুলাই) সকালে তিনি সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৬৬ বছর বয়সে করোনার উপসর্গ (নিউমোনিয়া রোগের) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..