সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:২৬ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট-ঢাকা মহাসড়ক ৪ দিনের জন্য যান চলাচল বন্ধ করা হয়েছে। শুক্রবার থেকেই যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। আগামী ৭ জুলাই ভোর ৬টা পর্যন্ত এই মহাসড়ক বন্ধ থাকবে। শেরপুর ও কাগজপুর সেতু মেরামতের লক্ষ্যে ৪ দিনের জন্য মহাসড়ক বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন সড়ক ও জনপদ বিভাগের সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া।
এ সময় বিকল্প হিসেবে শেরপুর-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে সিলেট সড়ক ও জনপথ বিভাগ।
সড়ক ও জনপদ বিভাগ জানায়,সিলেট-ঢাকা মহাসড়কের ১৯২তম কিলোমিটারের শেরপুর সেতু ও ১৯৭তম কিলোমিটারে কাগজপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাবের মেরামত কাজ শুরু হয়েছে। মেরামত কাজ চলাকালে সেতু দুটির ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd