জুমার নামাজ পড়তে গিয়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রকাশিত: ১:২৮ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০২০

জুমার নামাজ পড়তে গিয়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

Manual3 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক :: বরিশাল থেকে ঝালকাঠিতে জুমার নামাজ পড়তে এসে সড়ক দুর্ঘটনায় বরিশাল শহরের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার দুপুরে ঝালকাঠি শহরের ব্রাক মোড় নামক স্থানের ঝালকাঠি-খুলনা আঞ্চলিক মহাসড়কে ওই যুবক এ দুর্ঘটনার কবলে পড়েন। নিহত যুবকের নাম সোহেল রানা (২৭)। তিনি বরিশাল শহরের আমতলা সড়কের মো: হাফিজ হাওলাদারের ছেলে।

Manual4 Ad Code

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে মোটরসাইকেল চালিয়ে বন্ধু সাইদুলকে নিয়ে বলিশাল থেকে ঝালকাঠির নেছারাবাদ দরবার শরীফে জুমার নামাজ আদায় করতে যাত্রা করে সোহেল রানা। পথিমধ্যে ঝালকাঠির ব্রাকমোড় এলাকার স্টিল ব্রীজের এ্যাঙ্গেলর সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় সোহেল রানা। তার সাথে থাকা মোটরসাইকেলের আরোহী বন্ধু ছাইদুল সামান্য আহত হন।

Manual1 Ad Code

এদিকে স্থানীয়রা গুরুতর অবস্থায় সোহেল রানাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। পরে শঙ্কাজনক অবস্থায় বরিশাল নিয়ে সেখানে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন নিহতের ভাগ্নে (বোনের ছেলে) নাহিদ হোসেন।’

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..