গোয়াইনঘাট বিছনাকান্দি সীমান্তে খাশিয়ার গুলিতে প্রাণ গেল একজনের

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০

গোয়াইনঘাট বিছনাকান্দি সীমান্তে খাশিয়ার গুলিতে প্রাণ গেল একজনের

Manual8 Ad Code
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিছনাকান্দি সীমান্ত এলাকায় গরু চরাতে গিয়ে ভারতীয় খাশিয়ার গুলিতে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। নিহতের নাম সিরাজ উদ্দিন (৪৫)। তিনি উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের দমদমা গ্রামের মৃত ওয়াহিদ আলীর ছেলে।
আজ(২জুলাই) বিকেল ৪টার দিকে বিছনাকান্দি সীমান্ত এলাকায় গরু চরাতে যান সিরাজ উদ্দিন। এসময় একটি গরু ভারত সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করে। গরুটি নিয়ে আসতে সিরাজ চেষ্টা করার সময় ভারতীয় খাশিয়া তাকে লক্ষ করে গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে জানিয়েছেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও নিহত সিরাজ উদ্দিনের ভগ্নীপতি হারুন অর রশীদ ।
স্থানীয় রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাবও বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ বলেন, বিছনাকান্দি সীমান্তে খাশিয়ার গুলিতে সিরাজ উদ্দিন নামের এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। থানা পুলিশের এসআই জুনেলকে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরবর্তী পদক্ষেপ গ্রহন নেয়ার জন্য বলা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..