সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সিলেটের দুই প্রবীন রাজনীতিবিদ আওয়ামী লীগ নেতা এডভোকেট আবু নছর ও বিএনপি নেতা এমএ হক। মঙ্গলবার (৩০ জুন) দুজনকেই সিলেটের নর্থইস্ট হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়।
এদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এমএ হককে মঙ্গলবা্র বিকেলে ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্ঠামন্ডলীর সদস্য আবু নছরকে রাতে হাসপাতালে ভর্তি করা হয়।
এ তথ্য নিশ্চিত করে নর্থইস্ট হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারের সমন্বয়ক অধ্যাপক ডা. নাজমুল হক বলেন, আবু নছর ও এমএ হকের অবস্থা বর্তমানে স্থিতীশীল রয়েছে। করোনার উপসর্গ ছাড়াও তারা বিভিন্ন রোগে ভূগছেন। করোনা শনাক্তকরণ পরীক্ষার জন্য বুধবার তাদের নমুনা সংগ্রহ করা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd