সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে আব্দুর রহমান (৩৫) নামের ছিনতাই মামলার এক পলাতক আসামিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (২৯ জুন) রাত ১০টার দিকে কোম্পানীগঞ্জের পেরুয়া থেকে তাকে আটক করে মোগলাবাজার থানার একদল পুলিশ। সে এক লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনার মামলায় ২ নং আসামি।
পুলিশ জানায়, গতকাল রাত ১০টার দিকে মোগলাবাজার থানার এসআই পলাশ কানু, এসআই রাজীব কুমার রায়, এএসআই ওবাইদুল্লা শেখসহ একদল পুলিশ কোম্পানীগঞ্জ থানার পেরুয়া এলাকা হতে পলাতক ছিনতাইকারী আব্দুর রহমানকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মোগলাবাজার থানায় মামলা (নং-০২ তারিখ-০৩/০২/২০২০) রয়েছে। আব্দুর রহমান সুনামগঞ্জ জেলার সদর থানার বাঘমারা ষোলঘর গ্রামের জাফর মিয়ার ছেলে। সে সিলেট মহানগরের সোনাতলা এলাকার পাতা মিয়ার কলোনিতে থাকতো।
এদিকে, আজ আব্দুর রহমানকে আদালতে প্রেরণ করা হলে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য যে, গত ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ রাতে মোগলাবাজার থানার কন্দিয়ারচর এলাকায় ঘটা ছিনতাই ঘটনার মামলায় আব্দুর রহমান আসামি ছিলো। সে পেশায় সিএনজি অটোরিকশা চালক। তার সহযোগিতায় ছিনতাইকারীরা সেদিন রিপন মিয়া নামের এক যুবকের কাছ থেকে ১ লক্ষ টাকা ছিনিয়ে নেয়।
মামলার অন্য আসামি আলখাছ খাঁ-কে সেদিনই পুলিশ গ্রেফতার করে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd