কোম্পানীগঞ্জে বালু চুরির সময় পুলিশের হাতে বহিষ্কৃত যবলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, মে ১১, ২০২০

কোম্পানীগঞ্জে বালু চুরির সময় পুলিশের হাতে বহিষ্কৃত যবলীগ নেতা গ্রেফতার

Manual2 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেটের কোম্পানীগঞ্জে বালু চুরি করার সময় শাহ আলম নামে বহিষ্কৃত এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পশ্চিম ইসলামপুর ইউনিয়নের নয়াগাঙেরপাড় গ্রামের সাবেক মেম্বার ময়না মিয়ার ছেলে।

Manual2 Ad Code

রবিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ধলাই ব্রিজের নিচ থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় বালু চুরি কারার কাজে ব্যবহৃত একটি ট্রাক ও একটি পেলোডার মেশিন জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহ আলমসহ তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে।

Manual2 Ad Code

জানা যায়, ২০১৪ সালের ৩ অক্টোবর উপজেলার দয়ারবাজারে সংঘঠিত একটি ডাকাতির মামলার অন্যতম আসামি শাহ আলম। এরপরই তাকে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়। এছাড়াও তিনি কোম্পানীগঞ্জ থানার একাধিক ডাকাতি মামলার আসামি। ২০১০ সালে অপহরণ ও হত্যা এবং লাশ গুম করার অভিযোগে একটি মামলাও রয়েছে তার বিরুদ্ধে ।

কোম্পানীগঞ্জ থানার ওসি রজিউল্লাহ বলেন, বালু চুরির সময় শাহ আলমকে পুলিশ হাতেনাতে গ্রেফতার করে। পরে তাকে প্রধান আসামি করে আরও দুইজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত আছে।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..