সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৯
সিলেট-ঢাকা মহাসড়কের তেতলীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা-মেয়ের। শুক্রবার (২৬ জুলাই) দুপুর আড়াইটায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
জানা যায়, শুক্রবার দুপুরে বরযাত্রীর একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান জালালাবাদ থানার যুগীরগাও গ্রামের আমীর আলীর স্ত্রী সালমা বেগম (৩০) ও তার শিশুকন্যা হাবিবা (৬)।
আহতরা হলেন, ছাতকের লাল মিয়ার স্ত্রী শাহনাজ বেগম (৩৫), জুগিরগাওয়ের আমির আলীর মেয়ে জান্নাত (১৬), কামালের স্ত্রী খয়রুন (৩৫)। আহত আরেকজনের পরিচয় জানা যায়নি।
বরযাত্রীবাহী মাইক্রোবাসটি দক্ষিণ সুরমা থানার আজরাই গ্রাম থেকে বিশ্বনাথ উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর নিহতদের লাশ হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd