সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৯
সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি রাস্তায় প্রতিবন্ধকতার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
৪ জুলাই বৃহস্পতিবার সরজমিনে দেখা যায়, জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল পয়েন্ট এলাকায় স্থানীয় আবদুস সোবহান উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে প্রধান সড়ক থেকে একটি সংযোগ রাস্তা কেশবপুর সড়কে গেছে।
এ রাস্তার মধ্যস্থানে ২টি ভাঙা পাকা পিলার রয়েছে। এসব পিলারের কারণে রাস্তা সরু হয়ে যাওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। তাই জনস্বার্থে দ্রুত পিলারগুলো সরিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান ভূক্তভোগী জনতা।
এ ব্যাপারে জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ¦ আবদুল মনাফ বলেন, পৌর নাগরিকরা চাইলে জনস্বার্থে অবশ্যই পিলারগুলো সরানো হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd