দক্ষিণ সুরমা থানা পুলিশের হাত ধরে বাসায় ফিরলো পথ হারা দুই শিশু

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, জুন ২২, ২০১৯

দক্ষিণ সুরমা থানা পুলিশের হাত ধরে বাসায় ফিরলো পথ হারা দুই শিশু

Manual3 Ad Code

দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির এ.এস.আই মনজুরের সহযোগিতায় হারিয়ে যাওয়া দুই শিশু সন্তানকে ফিরে পেলো তাদের পরিবার। শিশু দুটি হলো- মিলন আকতার (১৩) ও গুলবাহার (১২)। এরমধ্যে মিলন আকতার হবিগঞ্জের লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামের বয়াত আলীর মেয়ে ও গুলবাহার একই গ্রামের মস্তাক আহমদের মেয়ে।

এ.এস.আই মনজুর জানান- গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে শিশু মেয়ে দুটিকে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে একা হাঁটতে দেখে তিনি তাদের সাথে কথা বলেন। এসময় তিনি জানতে পারেন যে তারা পথ হারিয়ে ট্রেনে করে শায়েস্তাগঞ্জ থেকে সিলেট চলে এসেছে। তারা তাদের বাড়ি লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামে বলে জানায়। এরপর তিনি শিশু দুটিকে উদ্ধার করে পুলিশ ভিকটিম সেন্টারে রাখেন।

Manual5 Ad Code

এদিকে শিশু দুটির কথামতো বাড়ি লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামে তাদের পরিবারে খবর দেয় পুলিশ। খবর পেয়ে শনিবার দুপুরে শিশু দুটির অভিভাবক সিলেট আসলে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..