সিলেট ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, জুন ২২, ২০১৯
সিলেটের জালালাবাদ থানা এলাকা থেকে ১৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টায় জালালাবাদ থানার ২নং হাটখোলা ইউনিয়নের শিবের বাজার এলাকা বাবুরাগাঁও পয়েন্ট পাগইল বাইপাস পাকা রাস্তার মাথা হতে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হল, মো. আরিফ ইসলাম (২৩) নেত্রকোনা জেলার সদর উপজেলার কলমাকান্দা গ্রামের (বর্তমানে আখালিয়া দানুহাটারপাড়ের এ্যাডভোকেট আক্তার বক্স জাহাঙ্গীর বাড়ী) আব্দুল জহুরের ছেলে। আর কামরুল (২০) সিলেট জেলার এয়ারপোর্ট থানার বাইশটিলা গ্রামের (বর্তমানে জালালাবাদ থানার আখালিয়া নেহারীপাড়া গ্রামের লুৎফুর মিয়ার কলোনী) আকরাম আলীর।
আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জালালাবাদ থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd