সিলেটে শাহানার লাশ উদ্ধার : আত্মহত্যা নাকি অন্যকিছু

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, জুন ১৬, ২০১৯

সিলেটে শাহানার লাশ উদ্ধার : আত্মহত্যা নাকি অন্যকিছু

Manual7 Ad Code

সিলেট নগরীর সুবিদবাজার আপন টাওয়ারের নিচ থেকে শাহানা আক্তার (১৭) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার (১৪ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আপন টাওয়ার থেকে ওই লাশ উদ্ধার করেন। নিহত শাহানা আক্তার মহানগর পুলিশের শাহপরান থানা এলাকার বটেশ্বর ঠাকুরগাঁওয়ের বাসিন্দা ও আপন টাওয়ারের আপন ব্লু টাওয়ারের ১০ তলাস্থ সাবেক বৈমানিক আখতারুজ্জামানের অ্যাপার্টমেন্টে গৃহকর্মী।

Manual4 Ad Code

জানা গেছে, শাহানা আক্তার গেল প্রায় ছয় মাস ধরে আখতারুজ্জামানের ওই অ্যাপার্টমেন্টে গৃহকর্মীর কাজে নিয়োজিত ছিল। শুক্রবার বিকালে আপন টাওয়ারের দুটি পৃথক ভবন আপন হোয়াইট হাউস ও আপন ব্লু টাওয়ারের মধ্যবর্তী স্থানে তার লাশ পড়ে থাকতে দেখে ভবনের বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) সাহাবুল ইসলাম। তিনি জানান, শাহানার মৃত্যু আত্মহত্যা নাকি অন্যকিছু, তা খতিয়ে দেখা হচ্ছে।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..