সিলেটে স্বেচ্ছাসেবক লীগ কর্মী দুদু হত্যার ঘটনায় ২৭ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, জুন ১৫, ২০১৯

সিলেটে স্বেচ্ছাসেবক লীগ কর্মী দুদু হত্যার ঘটনায় ২৭ জনের বিরুদ্ধে মামলা

Manual6 Ad Code

সিলেট নগরীতে বনকলা পাড়ায় গণপিটুনিতে স্বেচ্ছাসেবক লীগ কর্মী দুদু মিয়া নিহতের ঘটনায় ২৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাত জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার রাতে নিহতের ভাই জুয়েল খান বাদি হয়ে অভিযোগ দিলে মামলাটি রেকর্ড করা হয়। এজাহারে বাদি উল্লেখ করেন, তার ভাইকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারের স্বার্থে আসামিদের নাম বলা যাচ্ছে না। তবে এখনো অভিযুক্তদের কা্উকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

বুধবার মধ্যরাতে নগরীর বনকলা পাড়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত হন স্বেচ্ছাসেবক লীগ কর্মী দুদু মিয়া (৩৮)। তিনি হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার জলশোকা গ্রামের মৃত তমিল খানের ছেলে। তিনি বনকলা পাড়া এলাকার একটি বাসার ভাড়াটে বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, দুদু মিয়া দীর্ঘদিন ধরে বনকলাপাড়া এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। ঘটনার সময় দেশীয় অস্ত্র হাতে সঙ্গীয় ৪-৫ জনসহ সাদিয়া টেলিকম নামক একটি দোকানে অবস্থান করছিলেন। স্থানীয় জনতা মাইকে ডাকাত এসেছে ঘোষণা দিয়ে মাইকিং করলে তাদের ঘেরাও করে গণপিটুনি দেন। এসময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থলে মারা যান দুদু মিয়া।

Manual3 Ad Code

খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। ওই স্থান থেকে নিহতের ব্যবহৃত মোটরসাইকেল ও একটি দা জব্দ করা হয়। বৃহস্পতিবার বিকেলে ময়না তদন্তের পর মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র আরো জানায়, সিসিক কাউন্সিলর স্বেচ্ছাসেবক লীগ নেতার গ্রুপের কর্মী পরিচয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন দুদু ও তার লোকজন। ১৪ এপ্রিল বনকলাপাড়া নুরানী আবাসিক এলাকায় ভাগ্নির বাসায় বেড়াতে আসা এক তরুণীকে তুলে নিয়ে গণধর্ষণ করে দুদু ও তার সঙ্গীয়রা। এ ঘটনায় দায়ের করা মামলায় দুদুসহ ৩ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।

Manual1 Ad Code

সম্প্রতি এ মামলায় কারাগার থেকে জামিনে বেরিয় আসার পর গণপিটুনির শিকার হয়ে প্রাণ হারান দুদু। নিহত দুদু মিয়া গণধর্ষণ ছাড়াও কয়েকটি ডাকাতি মামলার আসামি ছিলেন জানায় পুলিশ।

এদিকে একটি সূত্র জানিয়েছে, মামলায় স্থানীয় ছাত্রদল নেতা শাহ আলম আলী, পান্না লাল, মনু ওরফে পাখি, জামাল আহমদ ওরফে কালা জামাল, জামায়াত নেতা বাহারুল ইসলাম রিপনের নাম রয়েছে।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..