কানাইঘাটে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেফতার

প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, মে ৩১, ২০১৯

কানাইঘাটে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেফতার

Manual5 Ad Code

কানাইঘাটে জেসমিন হত্যা মামলার প্রধান আসামী পাষান্ড স্বামী সিএনজি চালক ইসলাম উদ্দিনকে গ্রেফতার করেছে কানাইঘাট থানা পুলিশ। পুলিশ স‚ত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানার এসআই স্বপন চন্দ্র সরকার একদল পুলিশ নিয়ে পাশর্^বর্তী বিয়ানীবাজার উপজেলা থেকে বিয়ানীবাজার থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।

Manual4 Ad Code

এদিকে ঘাতক ইসলাম উদ্দিন কে গ্রেফতার করায় জেসমিনের পরিবার সহ এলাকার মানুষের মনে সস্থি ফিরে এসেছে। উল্লেখ্য গত ১০ মে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার বাণীগ্রাম ইউপির নিজ গাছবাড়ী নয়াগ্রামে পাষান্ড স্বামী ইসলাম উদ্দিন তার স্ত্রী জেসমিন বেগমকে পিটিয়ে হত্যা করে। হত্যার পর এটি আত্মহত্যা বলে এলাকায় চাউর করতে চেয়েছিল।

Manual6 Ad Code

কিন্তু বিষয়টি এলাকায় জানাজানি হলে অবস্থা বেগতি দেখে ঘাতক ইসলাম সহ পরিবারের সবাই জেসমিনের লাশ ঘরের মেঝেতে রেখে বাড়ি থেকে পালিয়ে যায়। পরে পুলিশ জাসমিনের লাশ উদ্ধার মর্গে প্রেরন করে।

এ ঘটনায় জাসমিনের পিতা বাদী হয়ে গত ১৩ মে সোমবার কানাইঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে কানাইঘাট থানা পুলিশ হত্যা মামলার প্রধান আসামী ইসলাম উদ্দিন কে গ্রেপ্তার করতে অভিযান শুরু করে।

Manual8 Ad Code

টানা ১৭ দিন অভিযান অব্যাহত রেখে সুকৌশলে গতকাল বৃহস্পতিবার ইসলাম উদ্দিন কে বিয়ানীবাজার উপজেলা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পরে আদালতের মাধ্যমে ইসলাম উদ্দিন কে কারাগারে প্রেরন করেছে পুলিশ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..