সিলেট ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, মে ৩০, ২০১৯
সিলেট নগরীতে ছিানতাইয়ের শিকার হয়েছেন এক নারী চিকিৎসক। বৃহস্পতিবার সকালে নগরীর লামাবাজার পুলিশ ফাঁড়ির পাশে ছিনতাইয়ের শিকার হন ডা. শর্মী দে। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাঁর স্বর্নের চেইন ছিনিয়ে নেয় বলে জানান শর্মী।
শর্মী দে নগরীর পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন।
ডা, শর্মী দে জানান, প্রতিদিনের মত আজ সকালে সাড়ে আটটার দিকে রিক্সাযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। লামাবাজার পুলিশ ফাঁড়ি পেরোনোর পরই মটর সাইকেল নিয়ে ২ ছিনতাইকারী রিক্সার গতিরোধ করে অস্ত্রের মুখে গলায় থাকা স্বর্নের চেইন নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে থানায় অভিযোগ করবেন বলে জানান শর্মী।
তবে এখনও এরকম কোনো অভিযোগ পাননি বলে জানান কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd