নগরীর শাহী ঈদগায় মার্কেটসহ ১১২ শতক জায়গা দখলের অভিযোগ

প্রকাশিত: ৩:৫২ পূর্বাহ্ণ, মে ৩০, ২০১৯

নগরীর শাহী ঈদগায় মার্কেটসহ ১১২ শতক জায়গা দখলের অভিযোগ

Manual8 Ad Code

নগরীর শাহী ঈদগাহ এলাকায় প্রায় ১১২ শতকের একটি মার্কেটসহ বাড়ি দখলের অভিযোগ পাওয়া গেছে ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ গ্রুপের নেতা কর্মীদের বিরুদ্ধে। বুধবার বিকেল ৩টায় দখলের এই ঘটনাটি ঘটে। এই জায়গার মালিক ঈদগাহ নিবাসী মরহুম ফিরোজ খান।
প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে শাহী ঈদগাহর খান ম্যানশনের মালিক ফিরোজ খান ও শাহী ঈদগাহর বড়বাড়ির সুয়েব নবীদের মধ্যে উক্ত জায়গা নিয়ে উচ্চ আদালতে মামলা চলে আসছিলো। যা আদালতে বিচারাধীন রয়েছে। এ অবস্থায় বুধবার আজাদ গ্রুপের বাবলা চৌধুরী, পাপলু, শিপলু ও প্রবাসী সুমনের নেতৃত্বে ৩০টি মোটরসাইকেল যোগে প্রায় ১শ জন দখলকারী ২ ভাগে ভাগ হয়ে ঘটনাস্থলে আসে। একদল খান ম্যানশন মার্কেট দখল করে। এসময় খান ম্যানশনের ১২টি দোকান কোঠা থেকে ব্যবসায়ীদের জোর করে বের করে দেয়। এসময় উপস্থিত থাকা দখলদাররা সবকটি দোকান কোঠা তাদের সাথে আনা তালা দিয়ে তাল মেরে দেয় ।

Manual5 Ad Code

যদিও অভিযোগ রয়েছে এসকল দোকান থেকে একটি ট্রাক যোগে মার্কেটের সিসি ক্যামেরা ( মনিটরসহ) বিশাল দুটি সাইন বোর্ড ও দোকানের সমুদয় মালামাল নিয়ে যাওায়া হয়। ঘটনাস্থলে দুটি দোকানও ভাঙচুর করা হয়।

Manual3 Ad Code

অপর দলটি বাড়িতে অবস্থানরত ফিরোজ খানের উত্তরাধীকারি মুক্তাদির ও তার স্বজনদের জোর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং বাড়ির দেয়াল ভেঙ্গে দেয়। এসময় মুক্তাদিরের বাড়ির লোকজন তাদের টানা হ্যাচড়ায় আহত হন বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে ফিরোজ খানের জামাতা মান্না খান জানান, রাত সাড়ে ১০টায় কাউন্সিলর
আজাদের উপস্থিতিতে ঈদগাহ বাজার কমিটি খান ম্যানশনের দোকানদারদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠকের স্দ্ধিান্ত অনুযায়ী বাজার কমিটির সভাপতি ও মামলার বিবাদি সুয়েব নবীর নিকট মাসিক দোকান ভাড়া প্রদানের সিদ্ধান্ত প্রদান করা হয়েছে।

ক্ষোভের সাথে ফিরোজ খানের ছেলে ফারুক খান জানান, আদালতে চলমান একটি মামলা রায় না হওয়া পর্যন্ত এমন ঘটনায় আমরা আতংকিত ও হতাশাগ্রস্থ। তিনি বলেন কোতোয়ালী থানা পুলিশ পরিদর্শন কালে উভয় পক্ষকে থানায় যাবার কথা বললেও আমরা যথাসময়ে থানায় উপস্থিত হই। পক্ষান্তরে দখলদার চক্র আমাদের অনুপস্থিতির সুযোগে ঘটনাস্থলে এসে এন একঘেয়োমি সিদ্ধান্ত প্রদান করে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করলো।

একটি সূত্র জানিয়েছে, মামলা বিচারাধীন থাকা অবস্থায় সুয়েব নবী ১ কোটি টাকার বিনিময়ে শাহী ঈদগাহস্থ মেগা সপের মালিক গিয়াস উদ্দিনকে এই জায়গাটি বায়না প্রদান করেন। বায়নার পর প্রবাসী সুমন আজাদ গ্রুপের বাবলা চৌধুরী, পাপলু, শিপলুকে নিয়ে জায়গাটি দখল করে নেন। কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Manual6 Ad Code

এব্যাপারে জানতে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..