বিএনপির রুমিনকে বিজয়ী ঘোষণা

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, মে ২৮, ২০১৯

বিএনপির রুমিনকে বিজয়ী ঘোষণা

Manual3 Ad Code

সংরক্ষিত নারী আসনে বিএনপির একমাত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

Manual8 Ad Code

মঙ্গলবার বিকেলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন তাকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম-সচিব মো. আবুল কাসেম।

Manual4 Ad Code

তিনি সাংবাদিকদের বলেন, আজ বিকেল ৫টা পর্যন্ত রুমিন ফারহানা তার মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তাই তাকে আমরা বিজয়ী ঘোষণা করেছি। আমরা আগামীকালকেই এ সংক্রান্ত নথি কমিশনে উপস্থাপন করব। দু-একদিনের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে গত মঙ্গলবার যাচাই-বাছাইয়ে কোনো ত্রুটি না পাওয়ায় রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা করে ইসি।

১৬ জুন পদটিতে ভোট হওয়ার কথা ছিল। তবে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ব্যারিস্টার রুমিন ফারহানা।

Manual2 Ad Code

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন সংখ্যা অনুপাতে বিএনপি একটি সংরক্ষিত মহিলা আসন পাবে। তবে দলটির এমপিরা শপথ নিতে দেরি করায় এতদিন সেটি শূন্য ছিল।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..