ছাতকে মসজিদের রাস্তা নিয়ে দু’পক্ষের গোলাগুলি, আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, মে ২৬, ২০১৯

ছাতকে মসজিদের রাস্তা নিয়ে দু’পক্ষের গোলাগুলি, আহত অর্ধশতাধিক

Manual5 Ad Code

সুনামগঞ্জের ছাতকে মসজিদের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

Manual5 Ad Code

আজ রোববার (২৬ মে) উপজেলার দোলারবাজার ইউনিয়নের কুর্শি গ্রামে এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

সংঘর্ষে গুরুতর আহত আব্দুল মতলিব (৬৯), আব্দুল হক (৫০), নোমান আহমদ (২২), এম এ নূর (২৫) ও ফরহাদ (২৫) সহ ১০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের ছাতক, কৈতকসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে।

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের রাস্তা সংক্রান্ত বিষয় কুর্শি গ্রামের শামীম আহমদ ও মনির উদ্দিনের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে চাপা উত্তেজনা চলছিল দু’পক্ষের মাঝে। আজ রোববার সকাল ১০টার দিকে দু’পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রের পাশাপাশি ১০-১২টি গুলির শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

দোলারবাজার ইউপি চেয়ারম্যান সায়েস্তা মিয়া জানান, কুর্শি গ্রামে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে শুনেছি।

Manual7 Ad Code

ছাতক থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। জাহিদপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে রয়েছে। গোলাগুলির বিষয়টি স্থানীয় লোকজনের মাধ্যমে অবহিত হয়েছেন বলে জানান তিনি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..