হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দুদকের অভিযান

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, মে ২৬, ২০১৯

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দুদকের অভিযান

Manual6 Ad Code

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে অভিযান চালিয়েছে বাংলাদেশ দূর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনায় দেখে ক্ষোভ প্রকাশ করেন কর্মকর্তারা। একই সাথে ৭দিনের মধ্যে সকল সমস্যা সমাধান করার নির্দেশ দেন তারা। রোববার (২৬ মে) দুপুরে দুদক হবিগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ এরশাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

Manual3 Ad Code

দুদকের এর সহকারী পরিচালক মোহাম্মদ এরশাদ হোসেন জানান, সকাল থেকেই সিভিল পোষাকে হবিগঞ্জ সদর হাসপাতালে অবস্থান নেন বাংলাদেশ দূর্নীতি দমন কমিশন (দুদক) হবিগঞ্জ কার্যালয়ের একটি প্রতিনিধি দল। পরে তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন।

দুপুরে দিকে আবারো তারা পোশাক পড়ে অভিযান চালান। এসময় বহিঃবিভাগে ডাক্তার না থাকা, নার্সদের দায়িত্ব অবহেলা ও সরকারী ঔষধ বিতরণের অনিয়ম দেখতে পান। পরে এসকল সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষকে ৭ দিনের সময় দিয়ে যান দুদক।

Manual8 Ad Code

তিনি আরো জানান, সকল সমস্যার কথা হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। ৭দিনের মধ্যে যদি তারা সমস্যার সমাধান না করে তা হলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও তাদের অভিযান অব্যাহত থাকবে।

Manual1 Ad Code

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..