সিলেট ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, মে ২৬, ২০১৯
জানা গেছে, আমান্দা ইলার চলতি বছরের ৮ মে হারিয়ে যান ম্যাকাউ নামের ওই জঙ্গলের মধ্যে। পরে উদ্ধার কর্মীরা ১৬ দিন ধরে খোঁজার পর তাকে উদ্ধার করেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে ৩৫ বছর বয়সী ওই নারীকে উদ্ধার করা হয়।
অবশ্য জঙ্গল থেকে বেঁচে বের হওয়ার জন্য পতাকার আদলে কাপড় টাঙিয়েছিলেন আমান্দা। যাতে করে তাকে খুঁজতে আসা হেলিকপ্টার সহজে তার অবস্থান জানতে পারে।
উদ্ধার হওয়ার পর তিনি অনুরোধ করেন, বাবাসহ পরিবারের স্বজনদের দ্রুত যেন জানানো হয় যে তিনি বেঁচে আছেন।
উদ্ধারকারী দলের একজন সদস্য জানিয়েছেন, তিনি খুবই সচেতন নারী। বাবার ফোন নম্বর তার একেবারে মুখস্ত। ১৬ দিন পরেও সাবলীলভাবে তিনি বলে চলেছেন নিজের পরিচয়। কীভাবে কোথা থেকে কোথায় এসে ট্রাপে পড়েছেন সেটারও ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন উনি। সেটা দেখে আমাদের খুবই ভালো লেগেছে।
পানি আর গাছ থেকে ফলমূল সংগ্রহ করে এই ১৬ দিন পার করেছেন ওই নারী। কয়েকদিন আগে স্যান্ডেল হারানোর পর একটু বিপদে ছিলেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd