বিয়ের আগে রক্ত পরীক্ষা ‍‍‌‌‌‌‌‌’থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ সম্ভব’

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, মে ৭, ২০১৯

বিয়ের আগে রক্ত পরীক্ষা ‍‍‌‌‌‌‌‌’থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ সম্ভব’

Manual3 Ad Code

বিয়ের আগে রক্ত পরীক্ষা করে দুই বাহকের মধ্যে বিয়ে রোধ করা গেলে থ্যালাসেমিয়া প্রতিরোধ সম্ভব বলে জানিয়েছেন গ্রিন লাইফ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ এম এ আজহার। তিনি বলেন, এছাড়া বাকি সব প্রতিরোধ ব্যবস্থা অনেক ব্যয়বহুল ও কঠিন। মাসে মাসে রোগীর জন্য প্রচুর রক্ত লাগে ও টাকা ব্যয় হয়।

মঙ্গলবার রাজধানীর সিমুড সেমিনার রুমে আসন্ন (৮ মে) বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে বিভিন্ন মেডিকেল কলেজের প্রায় ৫০ জন চিকিৎসককে নিয়ে আয়োজিত ‘থ্যালাসেমিয়া ট্রিটমেন্ট অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতাল ও নোভাটিস ফার্মাসিটিকেলস যৌথ আয়োজনে প্রতিবছরের ন্যায় এ বছরেও দিবসটি উপলক্ষ্যে সপ্তাহব্যাপী ‘থ্যালাসেমিয়া সচেতনতা ও সেবা সপ্তাহ’ ঘোষণা করা হয়েছে।

Manual4 Ad Code

অনুষ্ঠানে তথ্যপ্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখতের সভাপতিত্বে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিএমটি ইউনিটের প্রফেসর ডা. এম এ খান। তিনি চিকিৎসকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ও আধুনিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. অখিল রঞ্জন বিশ্বাস ও ডা. মাফরুহা আক্তার। এছাড়াও সেমিনারে থ্যালাসেমিয়া রোগের সার্বিক চিকিৎসা পদ্বতি উন্নতকরণ, রোগীর সেবা বৃদ্ধিকরণসহ নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

Manual5 Ad Code

এবারের থ্যালাসেমিয়া দিবসের প্রতিপাদ্য ‘ইউনিভার্সাল একসেস টু কোয়ালিটি থ্যালাসেমিয়া হেলথ কেয়ার সার্ভিসেস : বিল্ডিং ব্রিজ উইথ অ্যান্ড ফর পেশেন্ট’।

Manual4 Ad Code

উল্লেখ্য, আগামীকাল ৮ মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। প্রতিবছর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও থ্যালাসেমিয়া রোগীদের প্রতি শ্রদ্ধা, তাদের বাবা-মায়ের অক্লান্ত পরিশ্রম, অসীম ধৈর্য্যের প্রতি সম্মান প্রদর্শন, বিশ্বব্যাপী থ্যালাসেমিয়া রোগের বিস্তার প্রতিরোধ, রোগীদের সার্বিক অবস্থার উন্নতিকল্পে নানা ধরনের কর্মসূচির মাধ্যমে এই দিবসটি পালিত হয়। বাংলাদেশে থ্যালাসেমিয়া রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এ রোগ প্রতিরোধ ও থ্যালাসেমিয়া রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করা এখন মূল লক্ষ্য।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..