সিলেট ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, মে ৭, ২০১৯
গোয়াইনঘাটের ৯নং ডৌবাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী হাকুর বাজার জামে ‘মসজিদের জমি দখল করে দোকান কোঠা নির্মাণ’ উদ্ধার। উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে হাকুর বাজারের মসজিদের সামনসহ ফতেহপুর-হাতির পড়া সড়কের উভয় পার্শ্বে সরকারি জমি উদ্ধার অভিযান পরিচালিত হয়।
উদ্ধার অভিযানে বেশকটি দোকান কোঠা গুড়িয়ে দেয়া হয়। এছাড়াও কয়েকটি দোকান কোঠার সামনের অংশ ভেঙ্গে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোং আব্দুল জলিল।
এব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল বলেন, হাকুর বাজার মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচানা করি।
তিনি আরো বলেন, মানিকগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নিত্যানন্দ দাসের সরেজমিনে পরিদর্শন পূর্বক প্রতিবেদনের আলোকে হাকুর বাজারে উচ্ছেদ আভিযান পরিচালনা করে সরকারি জমি উদ্ধার করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd