সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, মে ৬, ২০১৯
বিভিন্ন দাবিতে সিলেট জেলা ব্যাবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দরা সোমবার দুপুর ৩টায় সিলেট সিটি কর্পোরেশনের কনফারেন্স হলে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হকের সাথে মতবিনিময় করেন।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান।
এসময় জিন্দাবাজার থেকে চৌহাট্টা রাস্তা টুওয়ে করা এবং রমাজানে ব্যবসার সুন্দর পরিবেশ বজায় রাখতে ফুটপাত এলাকা হকারমুক্ত করার জোর দাবির পাশিপাশি রমজানের পবিত্রতা রক্ষায় সকলের প্রতি আহŸান জানান ব্যবসায়ীবৃন্দ।
মেয়র আরিফ ব্যবসায়ীদের বিভিন্ন দাবি সমদ্ধে অবগত হয়ে ফুটপাত এলাকা হকারমুক্ত করা এবং তাদের বিভিন্ন দাবি পূরণের আশ্বাস প্রদান করেন।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, মেট্রোপলিটন চেম্বর অব কমার্সের পরিচালক আব্দুর রহমান রিপন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাদী পাভেল, বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব মতসীর আলী, হোসেন মিয়া, আব্দুস সামাদ, সিটি সেন্টার মার্কেট সমিতির সভাপতি আব্দুল মল্লিক মুন্না, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি রইছ আলী, সাধারণ সম্পাদক নিয়াজ আহমদ, মধুবন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আকিকুর রহমান, মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ওলিউর রহমান, জালালাবাদ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম, আনিসুর রহমান আনিস, কাজি ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি রুহেল আহমদ, সিটি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ময়নুল হোসেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd