জৈন্তাপুরে দু’দিন পর মিললো ছেলের লাশ, বাবা নিখোঁজ

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, মে ৩, ২০১৯

জৈন্তাপুরে দু’দিন পর মিললো ছেলের লাশ, বাবা নিখোঁজ

Manual6 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলার সারি নদীতে আকস্মিক পাহাড়ি ঢলে বাবা ও ছেলে নিখোঁজ হওয়ার দুই দিন পর ছেলে শাকিল আহমদের (১২) লাশ পাওয়া গেছে। তবে তার বাবা আলা উদ্দিন (৩৫) এখনও নিখোঁজ।

Manual5 Ad Code

সংশ্লিষ্টদের ধারণা, আলা উদ্দিনও আর বেঁচে নেই।

জানা গেছে, আজ শুক্রবার বেলা ২টার দিকে সারি নদীর শাখা লাইম নদীর মুখে শাকিল আহমদের লাশ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তার লাশ উদ্ধার করে।

Manual6 Ad Code

পরে প্রশাসনের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়া বাদ আসর গ্রামের বাড়ি কালিঞ্জিবাড়িতে শাকিলের দাফন সম্পন্ন হয়।

এ প্রসঙ্গে জৈন্তাপুর থানার ওসি খঁন মো. মাইনুল জাকির বলেন, শাকিলের লাশ উদ্ধারের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। তার বাবা এখনও নিখোঁজ। তার সন্ধান চলছে।

Manual6 Ad Code

প্রসঙ্গত, গেল বুধবার ভোর রাত ৪টার দিকে সারি নদী থেকে কাঠ সংগ্রহ করতে গিয়ে আকস্মিক পাহাড়ি ঢলে নৌকা ডুবে নিখোঁজ হন আলা উদ্দিন ও তার ছেলে শাকিল আহমদ।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..