ধর্ষণের সময় বাবু মিয়ার পুরুষাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, মে ২, ২০১৯

ধর্ষণের সময় বাবু মিয়ার পুরুষাঙ্গ কেটে দিলেন গৃহবধূ

Manual7 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ধর্ষণের সময় বাবু মিয়া (৪০) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দিয়েছেন এক গৃহবধূ। মঙ্গলবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

স্থানীয় সূত্র জানায়, উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারের চায়ের দোকানদার বাবু মিয়াকে এক গৃহবধূ সুদে টাকা ধার দেন। ওই টাকা লেনদেনের মাধ্যমে বাবু মিয়ার সঙ্গে গৃহবধূর সম্পর্ক তৈরি হয়। সম্পর্কের সূত্র ধরে মঙ্গলবার রাতে কৌশলে ওই গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায় বাবু। এ সময় নিজের সম্ভ্রম রক্ষার জন্য ধারালো অস্ত্র দিয়ে বাবু মিয়ার পুরুষাঙ্গ কেটে ফেলেন গৃহবধূ।

বাবু মিয়ার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বগুড়া ঠেঙ্গামারা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে এখনো তার জ্ঞান ফেরেনি বলে জানিয়েছে চিকিৎসকরা।

Manual6 Ad Code

এদিকে এ ঘটনার পর নিরাপত্তার কারণে গাঢাকা দিয়েছেন ওই গৃহবধূ। এ ঘটনায় ফাঁসিতলা এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় বইছে।

Manual8 Ad Code

বাবু মিয়ার পরিবার জানায়, ওই গৃহবধূ খুবই খারাপ কাজ করেছে। বাবু মিয়ার অঙ্গহানি করে কাজটা ঠিক করেনি। আমাদের রোগী সুস্থ হলে আলোচনা করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Manual3 Ad Code

গোবিন্দগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..