সিলেট ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, মে ২, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়েছে।
গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোং আব্দুল জলিল, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এমএমতিন, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমদ, আলীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খায়ের, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো:ফারুক হোসেন, মেডিকেল অফিসার আতিফ ইবনে সাঈদসহ উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
ঘুর্ণিঝড় ফনীর বিষয়ে সকলকে সতর্ক করা হয়। পূর্ব প্রস্তুতি হিসেবে উপজেলার প্রতিটি ধর্মীয় প্রতিষ্টানে ঘুর্ণিঝড় ফনীর বিষয়ে সতর্কতা বার্তা পৌঁছাতে সকলকেই দায়িত্ব দেওয়া হয়েছে। নিরাপদ পানি ও খাবার সেলাইন প্রস্তুত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd