জকিগঞ্জে মধ্যরাতে দুর্ধর্ষ ডাকাতি

প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, মে ১, ২০১৯

জকিগঞ্জে মধ্যরাতে দুর্ধর্ষ ডাকাতি

Manual8 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি :: সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের শাহবাগ এলাকার মহিদপুর গ্রামে মধ্যরাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।

Manual1 Ad Code

মহিদপুর গ্রামের লুকমান আহমদের বাড়িতে মঙ্গলবার দিবাগত রাত ১ টা ৩০ মিনিটের সময় অস্ত্রধারী একদল ডাকাত বসত ঘরে ঢুকে নগদ প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা, ৭/৮ তুলা স্বর্ণ, রূপার চেইন, দামী কাপড়-চোপড় বিভিন্ন মুল্যবান জিনিসপত্র ও বেশ কিছু মালামাল নিয়ে যায়।

খবর পেয় বুধবার সকালে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাড়ির মালিক লোকমান আহমদ জানান, পূর্ব শত্রুতার জের ধরে একটি ট্রাস্ট গঠনকে কেন্দ্র করে এ ডাকাতির ঘটনা ঘটতে পারে। প্রাথমিক ভাবে আমরা এমনটাই ধারণা করছি।

Manual4 Ad Code

জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সালাউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি ডাকাতির ঘটনাটি অস্বীকার করে বলেন, বাড়ির মালিক লোকমান আহমদ জানিয়েছেন পূর্ব শত্রুতার জের ধরে ও একটি ট্রাস্ট গঠনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। তবে এ ব্যাপারে পুলিশি তদন্ত সাপেক্ষে প্রয়োনীয় ব্যাবস্থা গ্রহণ করবে।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..