গোয়াইনঘাটে মনোনয়ন প্রত্যাহার করলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী সালেহ আহমদ

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৯

গোয়াইনঘাটে মনোনয়ন প্রত্যাহার করলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী সালেহ আহমদ

Manual7 Ad Code

সিলেট :: দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসন্ন উপজেলা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন গোয়াইনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, সিলেট জেলা ছাত্রদলের সহ-প্রশিক্ষণ সম্পাদক সালেহ আহমদ। গত ২৭ ফেব্রæয়ারি তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবরে আবেদন করে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন।

Manual3 Ad Code

শনিবার (২ মার্চ) সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সালেহ আহমদ বলেন, আমার নির্বাচনী এলাকার জনগণের ইচ্ছা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে এবার গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করে ছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির একজন দায়িত্বশীল কর্মী হিসেবে আমি সে সিদ্ধান্ত মেনে নিয়ে আমার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি।

Manual8 Ad Code

সালেহ আহমদ নিজের রাজনৈতিক জীবনের বর্ণনা দিয়ে বলেন, ২০০১ সাল থেকে ইউনিয়ন পর্যায়ে দায়িত্ব পালন থেকে শুরু করে অদ্যবধি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতির সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত আছি। এরই মধ্যে ছাত্রদলের রুস্তমপুর ইউনিয়নের যুগ্ম আহŸায়ক, গোয়াইনঘাট ডিগ্রি কলেজের সমাজসেবা সম্পাদক, জাতীয়তাবাদী তরুণ প্রজন্মদলের উপজেলা সভাপতির দায়িত্ব পালন করেছি।

Manual8 Ad Code

তিনি বলেন, বিএনপির একজন একনিষ্ঠ কর্মী হিসেবে দলের সিদ্ধান্ত মেনে মনোনয়ন প্রত্যাহার করেছি। একই সঙ্গে দলের সিদ্ধান্তের বাইরে যারা প্রার্থী হয়েছেন তাদেরকে সরে দাঁড়ানোর জোর দাবি জানান তিনি।
দলের এ সিদ্ধান্তকে আন্দোলনের অংশ মনে করে এ ছাত্রদল নেতা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধ ও দলীয় নেতাকর্মীদের উপর যেসব জুলুম-অত্যাচার চলছে তা বন্ধ করার জোর দাবি করেন সালেহ আহমদ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..