নগরীর আম্বরখানা থেকে দুই ভুয়া সাংবাদিক আটক

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৯

নগরীর আম্বরখানা থেকে দুই ভুয়া সাংবাদিক আটক

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর আম্বরখানা থেকে সাংবাদিক পরিচয়দানকারী ইমন ও ইমরান নামে দুইজন ভুয়া সাংবাদিককে আটক করেছে আম্বরখানা ফাঁড়ি পুলিশ। পরে তাদের সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়।

Manual7 Ad Code

বুধবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির সামনে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা সময় তাদের আটক করা হয় বলে জানান আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এস আই) বাতেন। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলে  ‘মাতৃজগত’ নামে একটি পত্রিকার স্টিকার লাগানো থাকলেও সাংবাদিকতার প্রমাণ সংক্রান্ত কোন কাগজ তারা দেখাতে পারেন নি বলেও জানান তিনি।

Manual6 Ad Code

আটককৃত ইমন বাদামবাগিচা এলাকার মৃত ফারুক মিয়ার পুত্র ও ইমরান আহমদ একই এলাকার আমীর আলীর পুত্র ।

পরিদর্শক (এস আই) বাতেন আরো জানান, মোটরসাইকেলে প্রেস লাগানো দেখে সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তারা নিজেদের সাংবাদিক হিসেবে দাবী করলেও সাংবাদিকতার কোন প্রমাণ দেখাতে পারে নি। তারা মোটর সাইকেলেরও কাগজপত্র কিংবা সাংবাদিকতার প্রমাণ দেখাতে না পারায় তাদের আটক করে প্রথমে আম্বরখানা ফাঁড়িতে এবং পরে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের কর্মকর্তা।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2019
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

সর্বশেষ খবর

………………………..