জামালগঞ্জে আ’লীগের দলীয় মনোনয়ন ও-গঠনতান্ত্রিক কার্যকলাপে কেন্দ্রে অভিযোগ

প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৯

জামালগঞ্জে আ’লীগের দলীয় মনোনয়ন ও-গঠনতান্ত্রিক কার্যকলাপে কেন্দ্রে অভিযোগ

Manual8 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে জামালগঞ্জ উপজেলা আ’লীগের কমিটির দায়ীত্বাশীল পদধারী ৪৯ জন নেতৃবৃন্দ উপজেলা সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক এম নবী হোসেনের রিুদ্ধে দলীয় শৃঙ্খলার পরিপন্থিতে তাদের কে লিখিত ভাবে অনাস্থা দিয়েছেন। সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে গতকাল আ’লীগের দলীয় সভাপতি প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে প্রেরণ করা হয়েছে। লিখিত অভিযোগ থেকে জানা যায়, আসন্ন উপজেলা নির্বাচনে জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকের বিরোদ্ধে অ-গঠনতান্ত্রিক কার্যকলাপের কারণে সভাপতি ও সম্পাদকের প্রতি অনাস্থা প্রকাশ করে সুনামগঞ্জ জেলার সভাপতি ও সম্পাদকের মাধ্যমে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতির কাছে ৪৯ স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করেন উপজেলা ও সকল ইউনিয়নের আওয়ামীলীগের পদধারী সদস্যবৃন্দরা।

Manual3 Ad Code

লিখিত অভিযোগে জানা যায়, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের পদ ধারী সদস্যবৃন্দ নিয়ে গত ২৯ শে জানুয়ারী আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের আলোচ্য সূচীতে সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও দলীয় প্রার্থী নির্বাচনের জন্য গোপন ব্যালেটের দাবী তোলেন উপজেলা কমিটির সকল নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক এম নবী হোসেন তা অগাহ্য করে বলেন আগে স্বাক্ষর করেন পরে ভোট হবে। এ নিয়ে নেতৃবৃন্দের মাঝে মতানৈক্য দেখা দিলে উপস্থিত নেতা-কর্মীদের তোপের মূখে বাধ্য হয়ে সভা পরদিন ৩০ শে জানুয়ারী সকাল ১১টায় পর্যন্ত মূলতবি ঘোষণা করেন। পর দিন মূলতবি সভা অনুষ্ঠান না করে সভাপদি-সম্পাদক ঢাকার উদ্দেশ্য জামালগঞ্জ ত্যাগ করেন। লিখিত অভিযোগে আরো জানা যায়, সভাপতি ও সম্পাদক দুজন উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দর মতামত উপেক্ষা করে স্বাধীনতা বিরোধী মৃত: আবদুল বারি চৌধুরীর পূত্র আব্দুল মুকিত চৌধুরীর একক নাম দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রস্তাব করা তাহাদের একান্ত উদ্যেশ্য। উল্লেখ্য যে, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকের প্রস্তাবিত পছন্দের দলীয় আব্দুল মুকিত চৌধুরীর পিতা হাজী আব্দুল বারি চৌধুরী থানা শান্তি কমিটির অন্যতম সদস্য ছিলেন। সেই সাথে আব্দুল মুকিতের আপন বড় ভাই বর্তমানে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ছোট ভাই ফখরুল আলম চৌধুরী উপজেলা জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক। আসন্ন উপজেলা নির্বাচনে জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকের এমন অ-গঠনতান্ত্রিক কার্যকলাপের কারণে ৪৯ জন কমিটির নেতৃবৃন্দ সভাপতি ও সম্পাদকের প্রতি লিখিত অনাস্থা প্রকাশ করেন।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..