শুটিং করতে গিয়ে হাতে একটি রড ঢুকে হিরো আলম আহত

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৯

শুটিং করতে গিয়ে হাতে একটি রড ঢুকে হিরো আলম আহত

Manual3 Ad Code

বিনোদন প্রতিবেদক :: শুটিং করতে গিয়ে আহত হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রাজধানীর রামপুরায় এ ঘটনা ঘটে। শুটিংয়ের সময় তার বাম হাতে একটি রড ঢুকে যায়।

Manual6 Ad Code

এরপর তাকে নেয়া হয় রাজধানীর বনশ্রীর ফরাজী হাসপাতালে। প্রথমে এক্সরে করানোর পর হিরো আলমের হাতে ব্যাণ্ডেজ পরানো হয়। ব্যথানাশক ইনজেকশন ও প্রাথমিক চিকিৎসা শেষে পুনরায় শুটিংয়ে অংশ নেন হিরো আলম ।

Manual5 Ad Code

হিরো আলমের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ক্রাইম সিলেটকে জানান, শুটিং করার সময় তার হাতে রড ঢুকে যায়। তাৎক্ষণিক রাজধানীর বনশ্রী ফরায়েজি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অন্য হাসপাতালে ভর্তির হবে বলেও তিনি জানান। তিনি মোটামুটি সুস্থ আছেন।

Manual1 Ad Code

হিরো আলম জানান, আমিরুল মোমেনীন মানিকের কথা, সুর ও কণ্ঠের গান নিয়ে ‘সাহসী হিরো আলম’ শিরোনামের একটি মিউজিক্যাল ফিল্ম নির্মিত হচ্ছে। বৃহস্পতিবার দিনব্যাপী রামপুরা ও মহাখালী ডিওএইচএস এ গানটির শুটিং হয়। খুব শিগগিরই গানটি চেঞ্জ টিভি, মানিক মিউজিক ও হিরো আলম অফিসিয়ালস্ নামের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..