সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নামে ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে। ভুয়া ফেসবুক আইডির নাম হচ্ছে “ওসমানী মেডিকেল বার্তা” এই আইডির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক।
এই ভূয়া ফেসবুক আইডি থেকে একের পর এক বিভ্রান্তিমূলক এবং বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দেয়া হচ্ছে। যার জন্য মেডিকেলের সম্মানহানি হচ্ছে।
এই ভূয়া ফেসবুক আইডির ব্যপারে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক বলেন, “ওসমানী মেডিকেল বার্তা” নামে এইটি একটি ফেইক আইডি ফেসবুক ব্যবহারকারিরা কেউ আইডির সাথে কোন কিছু শেয়ার করবেন না। আইডিকে ব্লক করুন। ওই আইডির বিরুদ্ধে মামলা হচ্ছে।
তিনি আরও বলেন, একটি প্রতিষ্ঠানের নামে কেবল প্রতিষ্ঠানের প্রধান বা তার মনোনীত প্রতিনিধি ছাড়া অার কেউ আইডি খোলার কোন অধিকার নেই। এই আইডি তে যে প্রোফাইল পিক ব্যাবহার করা হয়েছে এই রকম চেহারার কোন কর্মকর্তা বা কর্মচারী অামার হাসপাতালে নেই।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd